প্রশ্ন: বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
উ: কমনওয়েলথ।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
উ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উ: ১৩৬ তম।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়?
উ: ৪১তম।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদে কতবার সদস্যপদ লাভ করে?
উ: ২ বার।
প্রশ্ন: বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে?
উ: ১৪ অক্টোবর, ১৯৯৯ সালে (২০০০-২০০১)।
প্রশ্ন: কোন কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
উ: (ক) IJO পরিবর্তিত রূপ IJSG (খ) CIRDAP (গ) SMRC (ঘ) IUT (IIT) (ঙ) AAPP (চ) SAIC (ছ) ICDDRB।
প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে ছিলেন?
উ: জাতিসংঘের মহাসচিব কফি আনান।
প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব প্যারেজ দ্য কুয়েলার বাংলাদেশ সফর করেন কবে?
উ: ফেব্রুয়ারি, ১৯৮৯।
প্রশ্ন: আন্তর্জাতিক পরিবেশ ও দুর্যোগ সমীক্ষা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কত সালে?
উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে কবে?
উ: মার্চ ২০০০/৫ জুন ২০০১।
প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথ যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল?
উ: পাকিস্থান।
প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে কত সালে?
উ: ১৮ এপ্রিল ১৯৭২সাল।
প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
উ: ৩২ তম।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক নির্বাচিত হয় কবে?
উ: ১৭ অক্টোবর, ১৯৭২।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?
উ: ২৯ তম অধিবেশন।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কোন তারিখে?
উ: ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯ তম অধিবেশন)।
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হয় কবে?
উ: ১৯৮৬ সালে।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন কে?
উ: হুমায়ুন রশীদ চৌধুরী।
প্রশ্ন: বাংলাদেশ প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে কবে?
উ: ১০ নভেম্বর, ১৯৭৮ সালে (১৯৭৯-৮০)।
প্রশ্ন: কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন?
উ: আনোয়ারুল করিম চৌধুরী।
প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর কবে, কোথায় স্থাপন করা হয়?
উ: ১৫ মার্চ, ২০০১, ঢাকার সেগুন বাগিচায়।
প্রশ্ন: ইতোপূর্বে জাতিসংঘের কোন কোন মহাসচিব বাংলাদেশ সফরে আসেন?
উ: কুট ওয়ার্ল্ডহেইম এবং জেভিয়ার পেরেজ দ্য কুয়েলার।
প্রশ্ন: আন্তর্জাতিক পরিবেশ ও দুর্যোগ পরীক্ষা কেন্দ্র কোথায়?
উ: ঢাকার আগারগাঁয়ে।
প্রশ্ন: বাংলাদেশ কত সাল হতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে আসছে?
উ: ১৯৮৮ সাল (ইরান-ইরাক মিশনে)।